PHP Challenge
Open Source Your Knowledge, Become a Contributor
Technology knowledge has to be shared and made accessible for free. Join the movement.
প্রথমেই আপনাকে ধন্যবাদ পি.এস.পি শেখার জন্য , এর পরের অভিনন্দন টা আমার প্লে-গ্রাউন্ড এ হানা দেয়ার জন্য।
আপনাকে প্রথমেই যে বিষয় টা আমি বলতে চাই তা হচ্ছে এই প্লে গ্রাউন্ড এর জন্য যে কোন প্রকার রিভিউ আপনি কষ্ট করে দিবেন। দরকার হলে গিটহাব এর রিপো তেও আপনার সাজেশন আপনি দিতে পারেন। এখানে মুলত পাওয়া যাবে বিভিন্ন কুইজ এবং চ্যালেঞ্জ যা আপনাকে একজন পিএসপি প্রোগ্রামার হতে সাহাজ্য করবে।
প্রতিদিন ৩০% সময় শিখলে, আপনি ৭০% সময় সেটা প্রাকটিস এবং সেটাকে নতুন ভাবে সাথে নিজের আইডিয়া দিয়ে কিছু করার চেষ্টা করুন।
আপনি এখানে বিভিন্ন হিন্টস পাবেন। প্রতিটা পদক্ষেপে আপনাকে সাহাজ্য করা হবে। কিন্তু কিছু কঠিন সময়ে অবশ্যই আপনাকে একা পথ চলতে হবে।
কুইজ নংঃ ১
নিচের কোনটি বিটওয়াইস অপারেটর ?
কুইজ নংঃ ২
কোনটি লজিকাল অপারেটর ?
লজিকাল অপারেটর | বিটওয়াইস অপারেটর কি জানতে এই লিংক এ যান।
https://ta-riq.github.io/playground-k3GFsaiJ/
সমস্যা নংঃ ১ । চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করুন ~ উত্তর গিটহাবের এই গিষ্ট এ আছে
1
2
3
4
5
<?php
//এমন একটা প্রোগ্রাম লিখ যেটা দিয়ে কোন পুর্ন সংখ্যা ২ এর পাওয়ার কিনা তা বোঝা যাবে।
//write a programm which can find if an integer is power of 2
?>
Enter to Rename, Shift+Enter to Preview
এই মুহুর্তে এই প্লে-গ্রাউন্ড আপডেট হচ্ছে, আপনিও যোগ দিতে পারেন যদি আপনি পিএসপি জানেন......
আরো কুইজ এবং সমস্যা তৈরি হচ্ছে। আপনার তৈরি করা সমস্যা ও কুইজ আপনি লিখতে পারেন রিপো তে। :D
Open Source Your Knowledge: become a Contributor and help others learn. Create New Content